July 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 14th, 2025, 2:34 pm

শেরপুরে কূপ খনন করতে গিয়ে দুই আদিবাসীর মৃত্যু 

জেলা প্রতিনিধি, শেরপুর: শেরপুরের জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার শালচুড়া গ্রামে মাটির  কূপ খনন করতে গিয়ে দুই আদিবাসীর মৃত্যু হয়েছে । ১৩ এপ্রিল রবিবার বিকেলে এই  ঘটনা ঘটে।
নিহতরা হলো ঝিনাইগাতী উপজেলার  রাংটিয়া গ্রামের  নীপুরাম কোচের ছেলে নারায়ণ কোচ (৪৫) এবং  ভুইয়া বাড়ীর  নীলমহন কোচের ছেলে নিরঞ্জন কোচ (৩৫) ।
নিহতের পরিবার ও পুলিশসূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে নারায়ন কোচ তার বাড়ীতে পানি সরবরাহের জন্যে মাটির একটি  কূপ খনন করে আসছে । আজ ছিলো কূপ খননের শেষ দিন। তাই কূপ খনন শেষে কূপের নীচে কিছু ময়লা আবর্জনা পরিস্কারের জন্যে প্রথমে  নারায়ন কোচ বাঁশ দ্বারা নীচে নামে। এসময় কূপের গভীরে অক্সিজেনের পরিমাণ কম থাকায় নারায়ন কোচ জ্ঞান হারিয়ে সেখানেই লুটিয়ে  পড়ে।  পরে তাকে উদ্ধার করতে গিয়ে একই কায়দায় নিরঞ্জন কোচও জ্ঞান হারিয়ে ফেলে।
খবর পেয়ে ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদের উভয়কে গভীর কূপ থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। তাদের এমন মৃত্যুেতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ  মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন , দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।  এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।