জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :
শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ভেরিফাইড ডিজিটাল ডাটাবেজের মাধ্যমে ছবিসহ প্রথমবারের মতো চাল বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। নিম্ন আয়ের ও হতদরিদ্র মানুষের কল্যাণে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ভেরিফাইড ডিজিটাল ডাটাবেজ ছবিসহ যাচাইকৃত ভোক্তাদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক আল-ওয়াজিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মেহেনাজ ফেরদৌস ও পাকুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হায়দার আলীসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ। পরে ভোক্তাদের ছবিযুক্ত ডাটাবেজ ডিলারদের কাছে হস্তান্তর করেন। ডিজিটাল ডাটাবেজ এর মাধ্যমে উপকারভোগীদের দ্বৈততা পরিহার হবে এবং প্রকৃত দরিদ্র মানুষ খাদ্যবান্ধব কর্মসূচির সুফল পাবে।
উল্লেখ্য, উক্ত কর্মসসূচিতে জেলার ৬৯হাজার ৯৩২জন ভোক্তা ১৫টাকা কেজি দরে ৩০কেজি করে চাল পাবেন। অত্র জেলার পাঁচটি উপজেলায় ১১২জন ডিলারের মাধ্যমে ১০হাজার ৪৮৯ মে. টন চাল বিক্রয় হবে।
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বিলুপ্ত পথে খেজুর গাছ ও রস!
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন
রংপুরে নবানযোগ্য জ্বালানি প্রচারণা অনুষ্ঠিত