January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 1st, 2022, 5:40 pm

শেরপুরে খোলা বাজারে চাল বিক্রয় কর্মসূচির শুভ উদ্ধোধন

জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :

শেরপুরে ওএমএস ও টিসিবি’র কার্যক্রম সমন্বয়ে খোলা বাজারে চাল বিক্রয় কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা সেপ্টেম্বর) জেলার নবীনগর এলকায় উক্ত কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। তিনি ওই সময় বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে নিম্ন আয়ের মানুষের কল্যাণে এবং দ্রব্য্যমূল্য স্থিতিশীল রাখার জন্য শেরপুর জেলা প্রশাসন খাদ্য বিভাগের সহযোগীতায় খোলা বাজারে ন্যায্য মূলে চাল বিক্রি কার্যক্রম শুরু করেছে। এ সময় উপস্থিত ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক আল-ওয়াজিউর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত মেয়র মোঃ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ফখরুল মজিদ খোকন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেরপুর জেলায় ১লক্ষ ১০হাজার ৬৯জন টিসিবির কার্ডধারীরা অগ্রাধিকার ভিত্তিতে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে প্রতি মাসে দুইবার চাল পাবেন। এর আগে টিসিবি উপকারভোগী তেল, ডাল ও চিনি পেতেন। এখন থেকে এসকল পন্যের পাশাপাশি চালও ক্রয় করতে পারবে। জেলায় মোট ১৬জন ওএমএস ডিলার পয়েন্টের মাধ্যমে উক্ত কার্যক্রম পরিচালনা করা হবে। জেলায় ৫টি, নকলায় ৩টি, নালিতাবাড়ী ৩টি, শ্রীবরদী ৩টি ও ঝিনাইগাতী উপজেলায় ২টি কেন্দ্রের মাধ্যমে চাল বিক্রয় করা হবে। প্রত্যেক কেন্দ্রের জন্য প্রতিদিন ২মে.টন চাল।