শেরপুরে ঝিনাইগাতীতে পানবাহী ট্রাক উল্টে সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে একজন নিহত ও সিএনজি চালকসহ ২ জন আহত হয়েছেন।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) রবিবার সকাল ৭টার দিকে উপজেলার তেতুলতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম (৩৪) ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া এলাকার বাসিন্দা এবং একজন কাঠ ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত সিএনজি চালক বিল্লাল হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে ঝিনাইগাতী থেকে শেরপুরগামী ট্রাকটি উল্টে গিয়ে সিএনজিটিকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী খোরশেদ আলমের মৃত্যু ঘটে।
তিনি আরও বলেন, স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে পাঠায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি উদ্ধার করে।
ঘটনার পর পরই ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে এবং ট্রাকটিকে জব্দ করা হয়েছে বলে জানান ওসি।
—-ইউএনবি
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার