রফিকুল ইসলাম , শেরপুর :
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা কৃষি অফিস কর্তৃক ধ্বংস করা হলো ৪৫ হাজার আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা। ২ জুলাই বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্তরে আনুষ্ঠানিকভাবে একার্যক্রম শুভ উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার মো. ফরহাদ হোসেন।
এসময় উপজেলা কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, উপজেলা নার্সারী মালিক সমিতির সভাপতি খাইরুল ইসলাম খান, সহসভাপতি ফজলুল হক সহ বিভিন্ন নার্সারী মালিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসসুত্রে জানা যায়, পরিবেশের জন্য হুমকি এবং রাক্ষুসী গাছ খ্যাত ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ ইতিমধ্যে সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে । এরই ধারাবাহিকতায় উপজেলা কৃষি অফিস এই উপজেলার ২৯টি নার্সারী থেকে প্রাপ্ত ১লাখ ২৭হাজার চারা নিধনে সংশ্লিষ্ট দপ্তরে পত্র প্রেরণ করে । সংশ্লিষ্ট দপ্তর প্রতি চারা ৪ টাকা হারে প্রণোদনা দওয়ার মাধ্যমে ৪৫ হাজার চারা নিধনের অনুমতি প্রদান করে। উপজেলা নার্সারী মালিক সমিতির সহ-সভাপতি মো. ফজলুল হক বলেন , সরকারের নির্দেশনা মেনে ভবিষ্যতে আমরা এই জাতীয় চারা উৎপাদন ও বিক্রি থেকে বিরত থাকবো।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন উপস্থিত সকল নার্সারী মালিক সহ অন্যান্যদের উদ্দেশ্যে বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর এসব চারা এখনো উপজেলার বিভিন্ন স্থানে রয়েছে । নিজ উদ্যোগে এসব চারা ধ্বংস করাসহ সকল ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ কেটে ফেলার অনুরোধ করেন তিনি । অন্যথায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন
উম্মুক্ত হলো পাইকগাছার নাছিরপুর খাল ; মাছ ধরার উৎসবে জনতার ঢল
৪৪তম বিসিএস শিক্ষা ও সমবায় ক্যাডারে সিলেক্টেড বড়লেখার সুমি ও আরিফ
মৌলভীবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পৌর কর্মচারীর