January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 3rd, 2022, 1:25 pm

শেরপুরে বন্যহাতির আক্রমণে কৃষক নিহত

ফাইল ছবি

জেলার নালিতাবাড়ী উপজেলায় বন্যহাতির আক্রমণে ৬৫ বছর বয়সী এক কৃষকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার মায়াঘাসি পাহাড়ের পাথরছিলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, ‘রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসী গ্রামের ছমেদ আলী মাঠে গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়ে বন্য হাতির আক্রমণের শিকার হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।’

তিনি বলেন, সন্ধ্যার পরও বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকজন ছমেদ আলীর সন্ধানে পাহাড়ে খুঁজতে যান। এসময় স্থানীয়রা তার লাশ দেখতে পান। পরে আমাদেরকে জানানো হয়।

—ইউএনবি