January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 25th, 2022, 8:27 pm

শেরপুরে ব্যবসায়ী হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

শেরপুরের শ্রীবরদীতে কাঠ ব্যবসায়ী শেখবর আলী হত্যা মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- প্রধান আসামি জাকির হোসেন জিকো ও মিজানুর রহমান রাজা।

জানা গেছে, গত বুধবার বিকালে শ্রীবরদী উপজেলার হালুহাটি গ্রামে গাছ কাটা নিয়ে বিরোধের জের ধরে কাঠ ব্যবসায়ী শেখবর আলীকে গলাকেটে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় নিহতের ছোট ভাই মাহফুজ বাদী হয়ে প্রতিবেশী জাকির হোসেন জিকোসহ ১৯ জনের নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে র‌্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী সীমান্তের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জাকির হোসেন জিকোকে গ্রেপ্তার করে।

এছাড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে শেরপুর শহরের খরমপুর এলাকা থেকে মিজানুর রহমান রাজাকে গ্রেপ্তার করে।

এর আগে বুধবার ঘটনাস্থল থেকে তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

—ইউএনবি