মোঃ আবু রায়হান, শেরপুর :
শেরপুর জেলার ৫-১১বছরের শিশুদের মাঝে করোনা টিকাদান কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে। আজ (১১ অক্টোবর) মঙ্গলবার সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গণইভরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।
সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য্য এর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোবারক হোসেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন রহমান অমি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আক্রাম হোসেন, পাকুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হায়দার আলী, মেডিকেল অফিসার, সিভিল সার্জনের মেডিকেল অফিসার ডাঃ আহসানুল হাবিব হিমেল, সদর মেডিকেল অফিসার ডাঃ মোঃ আকরাম হোসেন, গণইভরুয়া সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক ইসরাত জাহান শম্পাসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য্য জানান, শেরপুর জেলায় ৫-১১বছরের শিশু রয়েছে প্রায় ২লক্ষ ২০ হাজার। পর্যায়ক্রমে জেলার সকল উপজেলার বিদ্যালয় সমূহে ০৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
আরও পড়ুন
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শীতের রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন