July 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, July 5th, 2025, 7:43 pm

শেরপুর সীমান্তে আবারও বন্যহাতির মৃত্যু

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী কাটাবাড়ী এলাকায় বিদ্যুৎস্পর্শে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে । ৫ জুলাই শনিবার সকালে মধুটিলা রেঞ্জ ও এলিফেন্ট রেসপন্স টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বন্যহাতির মরদেহটি উদ্ধার করেন।

স্থানীয়সূত্রে জানা যায়, পাহাড় থেকে খাদ্যের সন্ধানে নেমে আসা হাতিটি বৈদ্যুতিক ফাঁদে পড়ে মারা যায়। । সম্প্রতি মধুটিলা রেঞ্জ এলাকায় বন্যহাতির লোকালয়ে প্রবেশের ঘটনা বেড়েছে। ফসলের মাঠ খালি থাকায় হাতির দল গ্রামে ঢুকে পড়ছে। এতে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে।

গত চার মাসে মধুটিলা রেঞ্জ এলাকায় তিনটি বন্যহাতির মৃত্যু হলো । গত ২০ মার্চ পূর্ব সমশ্চুড়া ও ২৯ মে দাওধারা পাহাড়ে আরও দুটি হাতির মরদেহ উদ্ধার করা হয়।

শেরপুর বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী জানান, মৃত হাতিটি একটি মাদি হাতি ছিল এবং এর বয়স আনুমানিক ১৫-২০ বছর। হাতিটির শুঁড়ে বিদ্যুৎস্পর্শে পুড়ে যাওয়ার দাগ রয়েছে। এবিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।