জেলা প্রতিনিধি, শেরপুর:
শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় ময়মনসিংহ বিজিবি ৩৯ ব্যাটালিয়নেন অধীনস্থ হলদীগ্রাম বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে অভিনব কায়দায় ভারতীয় মদ পাচারের চেষ্টা চালায় চোরাকারবারীরা।গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহলদল অভিযান চালিয়ে ২৭৬ বোতল ভারতীয় মদ জব্দ করে ।
বিজিবিসূত্রে জানা যায়, ৩০ জুন রবিবার ভোর আনুমানিক ৪ টা ৩০ মিনিটে হলদীগ্রাম বিওপির আওতাধীন সন্ধ্যাকুড়া নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উদ্ধার হওয়া মদের বাজার মূল্য প্রায় ৪ লাখ ১৪ হাজার টাকা। বিজিবি আরও জানায় , চোরাকারবারীরা মদের চালান সীমান্ত এলাকা দিয়ে পাচারের চেষ্টা করছিল।টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালিয়ে যায়,ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
ময়মনসিংহ বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদী হাসান পিপিএম জানান ,সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ও আন্তর্জাতিক সীমানা রক্ষায় টহল দল দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থায় কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন
তিস্তা নদী রক্ষা আন্দোলন, নদীর তীরে মশাল প্রজ্জ্বলন তিস্তাপাড়ের লক্ষাখিক মানুষের
রংপুর জেলা মটর শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত
সখীপুরে আধুনিক চাষে প্রশিক্ষণ ও ফলদ চারা বিতরণ