রফিকুল ইসলাম, শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি ২৪০পিস কাতান শাড়ী ১৯৭৬ মিটার ভেলভেট গজ কাপড় এবং ১টি কাভার্ড ভ্যান আটক করেছে । ১৪ মে মঙ্গলবার ভোরে নালিতাবাড়ী উপজেলার ঢালুকোনা এলাকা থেকে চৌকিদার টিলা বিওপি’র জোয়ানরা এসব মালামাল আটক করে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, গোপনে সংবাদের ভিত্তিতে চৌকিদার টিলা বিওপি’র ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বিজিবি’র একটি দল অভিযান চালিয়ে ঢালুকোনা এলাকা থেকে ভারতীয় ২৪০পিস কাতান শাড়ী, ১৯৭৬ মিটার ভেলভেট গজ কাপড় এবং ১টি কাভার্ড ভ্যান আটক করে। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত মালামালের বর্তমান বাজার মুল্য প্রায় ৩৯লাখ ৮৮ হাজার টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীনসহ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীদের সনাক্তের চেষ্টা করা হচ্ছে ।
আরও পড়ুন
বাবুগঞ্জে চেক ডিজঅনার মামলায় একজনের কারাদণ্ড
রংপুরের চাঞ্চল্যকর ধর্ষণচেষ্টাসহ হত্যা মামলার আসামী গ্রেফতার
কমলগঞ্জে গাছে গাছে ঝুলছে রসালো ফল কাঁঠাল