অনলাইন ডেস্ক :
সম্প্রতি মুক্তি পেয়েছে মেহেদী হাসান পরিচালিত ‘শেষ বাজি’ সিনেমা। এটি নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। শুরু থেকেই সিনেমাটির প্রচারণায় ছিলেন নায়ক সাইমন সাদিক ও শিরিন শিলা। এবার চমক হিসেবে এর সঙ্গে যোগ দিয়েছেন মডেল-অভিনেত্রী প্রিয়া অনন্যা। জানা গেছে, সিনেমাটির আইটেম গানেও অংশ নিয়েছেন তিনি। ‘তুই বড় সেয়ানা বন্ধু’ গানে নাচতে দেখা গেছে এ প্রিয়া অনন্যাকে। আর এ গানের সঙ্গে দর্শক মাতানো ঢঙে নেচেছেন এ সুন্দরী অভিনেত্রী। আর গানে কণ্ঠ দিয়েছেন স্বীকৃতি ও শাহরিয়ার রাফাত। গানটির কথা সেজুল হোসেন এবং সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। আইটেম গানটি কোরিওগ্রাফি করেছেন নৃত্য পরিচালক হাবিব।তবে আইটেম গান মানেই সবার আগে নজরে আসে সাজপোশাক। চোখধাঁধানো পোশাক আর সাজের সমন্বয়ে তৈরি হয় বিশেষ লুক।
এ গানে প্রিয়া অনন্যা বেছে নিয়েছেন আকর্ষণীয় লেহেঙ্গা-চোলি ধরনের টপ ও বটম। এ প্রসঙ্গে প্রিয়া অনন্যা বলেন, এটা আমার জীবনের ভালো কাজের একটি। হলের ভিতরে দর্শকের শিস-হাততালিতে প্রমাণ হয়েছে গানটি দারুণ জনপ্রিয়তা পাবে বলে আমার বিশ্বাস। এ গানের আগে দর্শক আমাকে এ লুকে দেখেছে, এবার তার চেয়েও গ্ল্যামারাস লুকে দেখবেন। নিজেকে ভেঙে নতুনভাবে উপস্থাপন করেছি। খুব গোছানো একটা কাজ এটি।সিনেমাটি প্রযোজনা করেছেন সৈয়দ মোহাম্মদ সোহেল। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, শিরিন শিলা, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সাবেরী আলম, সিলভি প্রমুখ। মানুষের জীবনে জুয়া খেলার নেতিবাচক প্রভাবকে কেন্দ্র করে গড়ে উঠেছে থ্রিলার ঘরানার সিনেমা ‘শেষ বাজি’।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত