অনলাইন ডেস্ক :
শামছ আরেফিনের কথায় হাবিব মোস্তফার সুরে এবার ‘শেষ বিচারের দিনে’ শিরোনামে মৃত্যুচিন্তার একটি গান গেয়েছেন আল-আমিন সাদ। গানটি সম্পর্কে আল-আমিন সাদ বলেন, মিথ্যে মোহে, মায়ার ফাঁদে আটকে আছি আমরা। অথচ একদিন মাটির ঘরই হবে শেষ ঠিকানা। হাশরের ময়দানে কেউ থাকবে না, একা হয়েই বিচার দিনের স্বামী আল্লাহর দরবারে হাজির হতে হবে। সেই ভাবনা থেকেই গানটি করা। খুব দরদ দিয়ে আমি গানটি গেয়েছি, সুন্দর ভিডিও হয়েছে। আশা করি, আমার শ্রোতারা ভালো একটি কাজ পাবেন। শামছ আরেফিন বলেন, হাবিব মোস্তফা ভাইয়ের সুরে আমার কথায় বেশ কিছু গান প্রকাশিত হয়েছে, যার প্রতিটিই শ্রোতাদের মনে আসন গড়তে সমর্থ হয়েছে। এবারের গানটি নিয়েও আমি বেশ আশাবাদী। আমার লেখা কোনো বাণীতে যদি কোনো মানুষের মনে সুন্দর-শুভবোধ জাগ্রত হয়- তাতেই আমার পরিশ্রম সার্থক হবে। হাবিব মোস্তফা বলেন, এই সময়ে যারা গান করছেন, আল-আমিন সাদের কণ্ঠ একটি আলাদা সৌন্দর্য ও বলিষ্ঠতায় ভরা। তিনি বিটিভি, এনটিভি, আরটিভিসহ একাধিক টিভি চ্যানেলের ইসলামিক রিয়ালিটি শোর চ্যাম্পিয়ন। তার গাওয়া ‘জিকির’, ‘সেজদাহ’, ‘বাঁশের পালকি’, ‘ইনশাল্লাহ’, ‘ভুবন মাঝি’ শিরোনামের গানগুলো তাকে অনন্য উচ্চতায় উন্নীত করেছে। দীর্ঘদিনের প্ল্যান ছিল তার একটি গান করব। ‘শেষ বিচারের দিনে’ গানটি দিয়ে সেই চাওয়া পূর্ণ হলো। গানটি প্রতিটি শ্রোতার অন্তর ছুঁয়ে যাক- সেই প্রত্যাশা। সুরাঞ্জলি মিউজিকের ব্যানারে সম্প্রতি গানটির নান্দনিক ভিডিও প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব