January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 30th, 2022, 7:45 pm

শেষ মুহূর্তের গোলে আবাহনীর জয়

অনলাইন ডেস্ক :

দুবার পিছিয়ে পড়েছিল আবাহনী লিমিটেড। বুরুন্ডির ফরোয়ার্ড এন্ডিকুমানার জোড়া লক্ষ্যভেদে আকাশি-নীল জার্সিধারীদের মনে ভয় ধরিয়ে দিয়েছিলেন। কিন্তু নিজেদের লক্ষ্যে অটুট থাকায় শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়েছে। শেষ মুহূর্তের গোলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩-২ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়েছে আবাহনী। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার বিকালে ম্যাচ ঘড়ির ৩ মিনিটে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এগিয়ে যায়। বুরুন্ডির ফরোয়ার্ড সেলেমানি ল্যান্ডি এন্ডিকুমানা গোল করে আবাহনীকে ব্যাকফুটে ফেলে দেন। পিছিয়ে পড়ে আবাহনী সমতায় ফেরার সুযোগ খুঁজতে থাকে। ৩৯ মিনিটে সফলও হয়। দানিয়েল কলিনদ্রেসের বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি-কিক থেকে সমতায় ফেরে তারা। কোস্টারিকার ফরোয়ার্ডের জোরালো শট পোস্টের নিচে লেগে জড়িয়ে যায় জালে। বিরতির পর আবারও ধাক্কা খায় আবাহনী। মুক্তিযোদ্ধার গোলে ৪৬ মিনিটে পিছিয়ে পড়ে। সতীর্থের ব্যাকপাস থেকে বল পেয়ে রিয়াদুল হাসান রাফি ঠিকমতো নিয়ন্ত্রণে রাখতে পারেননি। তার পা থেকে বল ছিনিয়ে এন্ডিকুমানা বক্সে ঢুকে বাঁ পায়ে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেছেন। গোলকিপার শহিদুল আলম সোহেল কিছুই করতে পারেননি। শেষ দিকে যখন হারের শঙ্কা উঁকি দিতে ঠিক তখনই ঘুরে দাঁড়ায় আবাহনী। শেষ ১০ মিনিটে আক্রমণ গড়ে দুটি গোল আদায় করে নেয়। ৮০ মিনিটে কলিনদ্রেসের কর্নারে এনরোচের হেড শূন্যে থাকা অবস্থায় কিংসলে হেড করেই লক্ষ্যভেদ করেছেন। যোগ করা সময়ের শেষ মিনিটে হয়েছে তৃতীয় গোল। কর্নার থেকে গোলকিপার ঠিকমতো বল ক্লিয়ার করতে পারেননি। বক্সের ভেতরে বল পেয়ে আবাহনীর নাবীব নেওয়াজ জীবন জোরালো শটে জাল কাঁপিয়েছেন। তাতেই তিন পয়েন্ট নিশ্চিত হয়ে যায় আবাহনীর। দিনের অন্য ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ১-০ গোলে পুলিশ এফসিকে হারিয়েছে। ম্যাচ ঘড়ির ২৪ মিনিটে স্টুয়ার্ট জয়সূচক গোলটি করেন। প্রিমিয়ার লিগে তিন ম্যাচে দুটি জয় ও একটি ড্রতে আবাহনী ৭ পয়েন্ট পেয়েছে। সমান ম্যাচে মুক্তিযোদ্ধা এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। শেখ জামালও সমান ম্যাচে দ্বিতীয় জয়ে ৭ ও পুলিশ প্রথম হারে আগের ৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে।