December 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 25th, 2023, 7:58 pm

শেষ ম্যাচ ও বিশ্বকাপ নিয়ে যা বললেন শান্ত

অনলাইন ডেস্ক :

আগামী ৫ অক্টোবর থেকে ভারতে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে জয় ছাড়া কিছু ভাবছে না বাংলাদেশ। যদি শেষ ম্যাচে হেরে যায় তাহলে বিশ্বকাপে কোন ধরনের প্রভাব ফেলবে না বলে মনে করেন নাজমুল হাসান শান্ত। এদিকে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। দ্বিতীয় ম্যাচে বোলিংয়ে আশা জাগালেও ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হারে বাংলাদেশ। আর তাই সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি হেরে গেলে সিরিজ হাতছাড়া হবে টাইগারদের। এই ম্যাচে ১৬তম অধিনায়ক হিসাবে অভিষেক হতে যাচ্ছে শান্তর।

এই ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘যেকোনো সময় জয় খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় দেশের হয়ে খেলাটা অনেক গর্বের। তাই দেশের হয়ে আমরা যখন ম্যাচ জিতব তখন সেটা দেশের জনই ভালো হবে। আমার কাছে মনে হয় যে, সামনে বিশ্বকাপ আছে; এই ম্যাচ যদি আমরা জিতি তাহলে ম্যাচ জিতলে তো অবশ্যই ভালো লাগা কাজ করে।’ তিনি আরও বলেন, ‘কিন্তু যদি খারাপ ফলাফলও হয় খুব বেশি যে আমাদের বিশ্বকাপে প্রভাব ফেলবে এটা আমার কাছে মনে হয় না।

প্রতিটি ম্যাচ আমরা জেতার জন্যই খেলি এবং যে টিমের বিপক্ষে খেলি, যে অবস্থায়ই খেলি না কেন আমরা জেতার জন্যই খেলি এবং সেভাবেই খেলার চেষ্টা করি।’ বিশ্বকাপের আগে সিরিজ বাঁচানোর হিসাব মাথায় আছে। এই পরিস্থিতিতে অবশ্য চ্যালেঞ্জ হিসাবে দেখছে না শান্ত। তিনি বলেন, ‘চ্যালেঞ্জ না আমার কাছে মনে হয় আনন্দের। খুব ভালো লাগছে এমন সুযোগ এবং এমন অবস্থায় আমাদের দল আছে, সামনে বিশ্বকাপ। সব মিলিয়ে আমার কাছে মনে হয় যদি আমরা এই জায়গায় ভালোভাবে শেষ করতে পারি ম্যাচটা আমার ভবিষ্যতের জন্য ভালো হবে।’