অনলাইন ডেস্ক :
প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ‘পিয়া রে’ ছবির প্রথম দফার শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। এবার শেষ লটের দৃশ্যধারণে চাঁদপুরে যাবেন এই শিল্পী। বিষয়টিজানিয়েছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার সেলিম খান। তিনি বলেন, ‘বিকাল ৩টার বিমানে কলকাতা থেকে ঢাকায় রওনা দেবেন কৌশানী। এরপর এয়ারপোর্ট থেকে সরাসরি চাঁদপুর যাবেন তিনি। কৌশানী শুক্রবার থেকে শুটিং করবেন। আশা করছি, টানা কাজের মাধ্যমে ৩০ নভেম্বরের মধ্যে এর ক্যামেরা ক্লোজ করতে পারবো।’ সেলিম আরও জানান, এর পরপরই সাজেকে যাবেন কৌশানী। সেখানে গানের দৃশ্যধারণ হবে। পূজন মজুমদার পরিচালিত ‘পিয়া রে’ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন শান্ত খান। কৌশানী ছাড়াও কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও এই সিনেমায় কাজ করছেন। এর আগে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় শামীম আহমেদ রনির পরিচালনায় ‘লাগ ভেলকি লাগ’ ও ‘ছুটি’ ছবিতে অভিনয় করেছেন কৌশানী। তার বিপরীতে ছিলেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত। তবে এগুলো টালিগঞ্জের সিনেমা।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব