নিজস্ব প্রতিবেদক:
‘কসাই’ সিমেনার পর চিত্রনায়ক নিরবকে নিয়ে ‘অমানুষ’ নির্মাণ শুরু করেন পরিচালক অনন্য মামুন। থ্রিলার ধাঁচের গল্প নিয়ে সাজানো এ ছবিটির শুটিং মে মাসে বন্দরবানে শুরু হয়। এরপর রাঙামাটি, সিলেট, নারায়ণগঞ্জ, ভালুকাসহ দেশের বিভিন্ন স্থানে শুটিংয়ের পর বুধবার ঢাকায় শেষ হচ্ছে এই ছবির শুটিং। এদিন রাজধানীর ৩০০ ফিটের কাঞ্চন ব্রিজের পাশেই সেটে ফেলে গানের কিছু অংশ ও গুরুত্বপূর্ণ দুটি দৃশ্যের শুটিং হচ্ছে। শেষ দিনের শুটিংয়ে নিরবের সঙ্গে আছেন নওশাবা। নিরব-নওশাবা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন মিথিলা। এ সিনেমার মাধ্যমে প্রথমবার তিনি বড়পর্দায় কাজ করছেন। আরও আছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, রাশেদ অপু। গেল ৪ মে প্রকাশ পায় নিরব-মিথিলা জুটির ‘অমানুষ’র ফার্স্ট লুক। সিনেমায় ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন নিরব। এজন্য তাকে যথেষ্ট প্রস্তুতি নিতে হয়। নিরব সংবাদমাধ্যমে কে জানান, ‘আমি ২২-২৩ দিন শুটিং করছি। এই ছবিতে শহরের কোন অস্তিত্ব নেই। পুরো ছবির শুটিং হয়েছে বান্দরবান, রাঙামাটি, সিলেট, নারায়ণগঞ্জের বিভিন্ন জঞ্জলে। সর্বশেষ ঢাকায় শেষ হচ্ছে ছবিটির শুটিং।’ নিববের কথায়, ‘এই ছবিতে ওসমান ডাকাতের চরিত্রে অভিনয় করছি। চরিত্রটির জন্য মাথার চুল ছেঁটে ফেলতে হয়েছে। পোশাকেও আনতে হয়েছে পরিবর্তন। দর্শকরা আমাকে অন্যরকমভাবে দেখতে পাবে।’নির্মাতা অনন্য মামুন বলেন, অমানুষ’র মাধ্যমে নতুন নিরবের জন্ম হবে। তার এই পরিবর্তনটা আরও পাঁচ বছর আগে হলে নিরবের অবস্থান অনেক উপরে থাকতো। দেরিতে হলেও নিরব নিজেকে ট্রান্সফর্ম করেছেন। তাকে সেভাবে বলেছি সেভাবেই নিজেকে সপে দিয়েছেন। সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি ভালো কাজের জন্য তার লেগে থাকার মানসিকতায়। অনন্য মামুন আরও বলেন, মিথিলা আমার পছন্দের অভিনেত্রীদের একজন। কাজ করতে গিয়ে দেখেছি তিনি যেমন সিরিয়াস, তেমনি সিনসিয়ার। তার উপস্থিতি এই সিনেমাকে নিশ্চয়ই দর্শকদের কাছে ভিন্নমাত্রা যোগ করবেন।
আরও পড়ুন
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই
এবার ‘তদন্ত কর্মকর্তা’ হয়ে সিনেমা হলে মোশাররফ করিম
দেবের সঙ্গে কাজ করা প্রসঙ্গে যা বললেন জিৎ