July 30, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 29th, 2025, 8:17 pm

শেষ হল ৪ দিন ব্যাপি ৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেন ২০২৫

 

আজ ২৯ জুলাই, মঙ্গলবার ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে একটি অনাড়ম্বর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মধ্যে শেষ হ’ল চার দিন ব্যাপি “৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেন ২০২৫”৷ বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, মালয়েশিয়া, কুয়েত ও ইরানসহ ছয়টি দেশের পেশাদার স্কোয়াশ খেলোয়াড় ২৬ জুলাই থেকে আর্মি স্কোয়াশ কমপ্লেক্স মাতিয়েছিল শিরোপা জয়ের জন্যে।

ছেলেদের চ্যালেঞ্জ ট্যুর-৩ প্রতিযোগীতায় দেশসেরা স্কোয়াশ খেলোয়াড় যথা শাহাদাৎ, রনি ও সুমনের সাথে জুনিয়র দলের আপন, আজিজ, আমিনুল, পারভেজ ও সাইমুনসহ আটজন পুরুষ খেলোয়াড় অংশগ্রহণ করে আটজন বিদেশি পেশাদার স্কোয়াশ খেলোয়াড়ের সাথে।

২৭ জুলাই প্রথম সেমিফাইনালে ইরানের সেপার শ্রীলংকার শ্রেষ্ট আর এই প্রতিযোগীতার ১নং খেলোয়াড় রাভিন্দু লোকশ্রীকে এবং দ্বিতীয় সেমিফাইনালে কুয়েতের বাদর আলমাগাবী তুমুল প্রতিদন্ধিতার পর দুই নম্বর সিডিং খেলোয়াড়
ভারতের দেওয়াকর সিং-কে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। আজ ফাইনাল খেলায় ইরানের সেপার কুয়েতের বাদর আলমাগাবীকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ বাংলাদেশী পুরুষ খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন সেনাবাহিনীর কর্পোরাল শাহাদাৎ হোসেন।

অপর দিকে ২৭ জুলাই মহিলাদের প্রথম সেমিফাইনালে মালয়েশিয়ার মহিলা পেশাদার স্কোয়াশ খেলোয়াড় ভাটরিকা সাইনি বাংলাদেশের মারজান মনিকাকে এবং দ্বিতীয় সেমিফাইনালে মালয়েশিয়ার ভিনিকা সাইনি বাংলাদেশের চাঁদনী সরকারকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল। আজ বিকাল সাড়ে তিনটায় অনুষ্ঠিত ফাইনালে ভিনিকা সাইনি ভাটিকা সাইনিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই গ্রুপের শ্রেষ্ঠ বাংলাদেশী মহিলা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছে ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের মার্জান মনিকা।

ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মুঃ হাসান-উজ-জামান, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল–এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকর-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চীফ অব জেনারেল স্টাফসহ উর্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, আর এফ এল গ্রুপের এম ডি আর এন পাল, ফেডারেশনের সাধারণ সম্পাদকসহ নির্বাহী পর্ষদের সদস্য, আর এফ এল ও এ সি আই গ্রুপের-এর অন্যান্য কর্মকর্তা, অংশগ্রহণকারী দেশী-বিদেশী স্কোয়াশ খেলোয়াড়রা ও তাদের অভিভাবকবৃন্দ এবং সাংবাদিকগন।

অনেক সীমাবদ্ধতা নিয়ে একই সাথে দু’টি আন্তর্জাতিক প্রতিযোগীতা সফল ভাবে আয়োজন করার জন্যে প্রধান অতিথি স্কোয়াশ ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই প্রতিযোগীতার মাধ্যমে আমাদের জাতীয় দলের খেলোয়াড়রা মুল্যবান অভিজ্ঞতা অর্জন করার পাশাপাশি বিদেশি পেশাদার খেলোয়াড়দের সাথে খেলে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মান সম্পর্কে একটা ধারনা পেয়েছে। মহিলাদের জন্যে পৃথক একটি প্রতিযোগীতার আয়োজন এবং বাংলাদেশ মহিলা স্কোয়াশ দল গঠন ও বিদেশ থেকে পদক লাভ করার জন্যে তিনি ফেডারেশনকে আন্তরিক ধন্যবাদ জানান। প্রধান অতিথি আরো বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগীতার সংখ্যা বৃদ্ধি, কাঠামোগত উন্নয়ন এবং প্রশিক্ষন ব্যবস্থার মানোন্নয়নে বাংলাদেশ ওলেম্পিক এসোসিয়েশন স্কোয়াশ ফেডারেশনের পাশে থাকবে ইন-শা-আল্লাহ।

ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রীগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম বলেন,
“অতিতের পাঁচটি আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগীতা আয়োজনের অভিজ্ঞতাকে পুঁজি করে আমরা একসাথে পাশাপাশি ৬স্ট বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেন ২০২৫-র দুটি প্রতিযোগীতা আয়োজনের সাহস পেয়েছি। আমরা স্কোয়াশ খেলাকে জনপ্রিয় করে দেশের মান-সন্মান ও ভাবমূর্তি উজ্জ্বল করতে বদ্ধপরিকর।” বর্তমান পরিস্থিতির মধ্যে এত বড় দুটা প্রতিযোগীতা স্পন্সর করার জন্যে তিনি আর এফ এল ও এ সি আই গ্রুপকে আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখযোগ্য যে নিজস্ব খেলার স্থান ও সম্পদের সীমাবদ্ধতাসহ হাজার চ্যালেঞ্জ নিয়ে গত চার বছরে নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগীতার পাশাপাশি ওয়ার্কশপ, ক্লিনিক, কোচিং ক্যাম্প ও কোচিং কোর্স, একদিনের প্রতিযোগীতা, ইত্যাদি কর্মকান্ডের মাধ্যমে স্কোয়াশ ফেডারেশন মৃত্যপ্রায় খেলাটিকে পূর্ণজন্ম ও নতুন জীবন দিয়েছে। ইতোমধ্যে বিশ্ব স্কোয়াশ ফেডারেশনের অনুমোদিত একাধিক পেশাদার প্রতিযোগীতার সফল আয়োজনের কারনে নতুন খেলোয়াড় তৈরির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের পরিচিতি ও সন্মান বৃদ্ধি পেয়েছে।

হাজারো চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতার মধ্যে মৃত্যপ্রায় স্কোয়াশকে নিয়ে ফেডারেশন যে ভাবে আগিয়ে যাচ্ছে তাদের সাধুবাদ জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট সকলের ফেডারেশনের পাশে দাঁড়ানো উচিৎ। আমরা স্কোয়াশ ফেডারেশন সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।