অনলাইন ডেস্ক :
শুরু থেকেই ভারত-পাকিস্তানের ক্রিকেট লড়াই মানেই চরম উত্তেজনা। এখন দ্বিপাক্ষিক সিরিজ না হলেও একসময় তো হতো। সেই সময়ের স্মৃতিচারণ করলেন বীরেন্দ্র শেবাগ। বাইশ গজে পাকিস্তানকে দেখলেই তিনি অন্য মেজাজে ব্যাট করতেন। যখন তিনি শোয়েব আখতার বা পাকিস্তানের অন্য বোলারদের দেখতেন তখন যেন তার ব্যাট আরও বেশি নৃশংস, নিষ্ঠুর হয়ে উঠত। কিন্তু কেন এমন করতেন ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ? কারণ জানাতে সাবেক এই ভয়ংকর ওপেনার ফিরে যান ১৯৯৯ সালে। সেই বছর এপ্রিলের ১ তারিখে মোহালিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল বীরেন্দ্র শেবাগের। ওই ম্যাচে শোয়েব আখতার, শোয়েব আফ্রিদি, মোহাম্মদ ইউসুফরা বীরেন্দ্র শেবাগকে প্রচুর গালাগালি দিয়ে বাইশ গজে স্বাগত জানিয়েছিলেন। নতুন হিসেবে এসব মুখ বুজে হজম করেছিলেন শেবাগ। কিন্তু সেদিনের ঘটনা তিনি আর কখনই ভুলতে পারেননি। সেই কারণে পরবর্তীতে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামলেই তিনি ভয়ংকর হয়ে উঠতেন। শেবাগ বলেছেন, ‘আমার বয়স তখন প্রায় ২০-২১ বছর হবে। আমি ব্যাট করতে গেলাম, শহিদ আফ্রিদি, শোয়েব আখতার, মোহাম্মদ ইউসুফ এবং পাকিস্তান দলের অন্যান্য সদস্যরা আমাকে অনেক গালি দিয়ে স্বাগত জানালেন, যা আমি আগে কখনও শুনিনি। আমি কিছুটা পাঞ্জাবি বুঝতাম, তাই তাদের আচরণ কিছুটা বুঝতে পারি। আমি খুব বেশি কিছু বলতে পারিনি কারণ এটি আমার প্রথম ম্যাচ ছিল এবং আমি নিজেও নার্ভাস ছিলাম। পরে যখন আমি একজন খেলোয়াড় হিসেবে পরিণত হয়েছি, তখন তাদের সুদে আসলে ফেরত দিয়েছি।’
আরও পড়ুন
শততম ম্যাচ উদযাপনে নেমে ইনজুরি, কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার
নাসির-তামিমার মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, ২৮ এপ্রিল আত্মপক্ষ সমর্থন
রিশাদের দখলে ‘ফজল মাহমুদ’ ক্যাপ, যা বলছেন অধিনায়ক আফ্রিদি