January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 5th, 2022, 7:44 pm

শো টাইম নেটওয়ার্কে প্রিমিয়ার হবে ‘দ্যা ম্যান হু ফেল টু আর্থ’

অনলাইন ডেস্ক :

হলিউড অভিনেতা ডেভিড বোভি। তিনি ছিলেন একজন গায়ক, গীতিকার, সংগীতশিল্পী, সংগীত প্রযোজক, চিত্রশিল্পী এবং অভিনেতা। ডেভিড চার দশকের বেশি সময় ধরে পপ সংগীতের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন। এবার তার চরিত্রে অভিনয় করবেন হলিউড অভিনেতা বিল নিঘি। আসছে তার নতুর সিরিজ ‘দ্যা ম্যান হু ফেল টু আর্থ’। ভ্যারাইটি রিপোর্ট অনুসারে শুক্রবার জানা যায়, সিরিজিটি শো টাইম নেটওয়ার্কে প্রিমিয়ার হবে। তবে কবে হবে তা জানা যায়নি। সিরিজটি ওয়াল্টার টেভিসের একই নামের উপন্যাস এবং গ্ল্যাম রক আইকন প্রয়াত ডেভিড বোভি অভিনীত চলচ্চিত্রের উপর ভিত্তি করে তৈরি করা। সিরিজিটিতে দেখা যাবে এলিয়েন চরিত্রে চিওয়েটেল ইজিওফোরকে। যিনি মানব বিবর্তনের একটি গুরুত্বপূর্ণ মোড়ে পৃথিবীতে আগমন করেন। এর আগে ১৯৭৬ সালে ‘দ্যা ম্যান হু ফেল টু আর্থ’ বোভি রচনা করেছিলো। সিরিজটি আবারও আসছে নতুন রুপে। নিঘি সিরিজটি নিয়ে ভ্যারাইটিকে বলেছেন, ‘আমি আসলেই সম্মানিত হয়েছি এমন এক চরিত্রে অভিনয়ে সুযোগ পেয়ে। আরও ভালো লাগছে চিওয়েটেল এবং নাওমির সাথে কাজ করতে পেরে। এবং আমি আগ্রহী ছিলাম তাদের সাথে কাজ করতে।’ এটি একটি দুর্দান্ত গল্প ,আশা করছি দর্শকদের ভালো লাগবে।