October 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 21st, 2025, 7:37 pm

শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় নিলেন : হামিদুল হক মোহন

টাঙ্গাইল প্রতিনিধি:

দলীয় নেতাকর্মী আর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় বিদায় নিলেন হামিদুল হক মোহন।  টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা বর্ষিয়ান রাজনীতিক মোহনের জানাজা নামাজ মঙ্গলবার জোহরের নামাজের পর বিন্দুবাসি সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

জানাজা নামাজে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম, কেন্দ্রীয় বিএনপি’র ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য, লুৎফর রহমান মতিন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা জামায়েত ইসলামীর আমির আহসান হাবিব মাসুদ ও জেলাকে দাফন করা হয়  বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতির অঙ্গনের লোকজন অংশ নেন। এর আগে এই মুক্তিযোদ্ধা কে গার্ড অফ অনার প্রদান করা হয় প্রশাসনের পক্ষ থেকে। পরে টাংগাইল কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।

সোমবার সন্ধ্যায় নির্বাচনী মত বিনিময় সভায় বক্তব্য শেষ করে ফেরার পথে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঘনিষ্ঠ সহচর হামিদুল হক মোহন বিএনপি’র জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমৃত্যু তিনি রাজনীতির সাথে জড়িত ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি টাঙ্গাইল- ৬ নাগরপুর- দেলদুয়ার  আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী হয়ে গনসংযোগ চালাচ্ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও তিন কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছাড়াও টাঙ্গাইল নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা, টাঙ্গাইল কালচারাল রিফর্মেশন ফোরামের উপদেষ্টা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন। তিনি ভাষা সৈনিক আব্দুল মতিনের বোন জামাই।