নিজস্ব প্রতিবেদক:
এক কিংবদন্তির প্রয়ানে শোকস্তব্ধ ক্রীড়াঙ্গন। সোমবার দুপুরে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু।
আজ (মঙ্গলবার) কিংবদন্তি এই ফুটবলারকে শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানিয়েছেন খেলার জগতের মানুষরা।
ক্রীড়াঙ্গনে দুটি জানাজা অনুষ্ঠিত হয়েছে জাকারিয়া পিন্টুর। প্রথমটি তার প্রিয় ক্লাব মোহামেডানে, দ্বিতীয়টি বাফুফে ভবনের মাঠে।
বিভিন্ন ফেডারেশন, অ্যাসোসিয়েশন, সংগঠন, পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রয়াত এই ফুটবলারকে।

আরও পড়ুন
প্রধান উপদেষ্টার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
দুই জাতীয় পার্টির সমন্বয়ে হতে যাচ্ছে নতুন জোট
বাংলাদেশ পেঁয়াজে স্বনির্ভরতায় ভারতের রপ্তানিকারকদের কপালে চিন্তার ভাঁজ