January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 8th, 2022, 7:31 pm

শ্রাবন্তীর পরিবারে নতুন অতিথি

অনলাইন ডেস্ক :

বাড়িতে নতুন অতিথি এলো শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের! এমন খবর শুনলে প্রশ্ন জাগবে যে কারও মনেই। এমনিতেই শ্রাবন্তীর জীবন নিয়ে চর্চার অন্ত নেই। নতুন প্রেম থেকে নতুন সিনেমা, নায়িকা বছরের ৩৬৫ দিনই থাকেন খবরে। সম্প্রতি নেটপাড়ার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন পরিবারের নতুন সদস্যের। নিজের কেনা নতুন গাড়ির ছবি পোস্ট করলেন শ্রাবন্তী। গাড়ি কেনার আনন্দে তাকে কেক কাটতেও দেখা গেল। সিলভার রঙের ভলভো গাড়ি কিনেছেন শ্রাবন্তী। এদিন হলুদ রঙের ওয়ানপিসে শোরুমে হাজির হয়েছিলেন অভিনেত্রী। পায়ে সাদা স্নিকার্স। গাড়ির বোনেটে হেলান দিয়ে ছবি তুলেছেন।

পরিবারে এল নতুন অতিথি, আনন্দে আত্মহারা অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী

ড্রাইভারের সিটে বলেও দেখা মিলল তার। আরেকটা ছবিতে দেখা গেল শোরুমের ভিতরে বসে একগাল হেসে তিনি কেক কাটছেন। ‘ওয়েলকাম টু দ্য ফামিলি’ ক্যাপশনে ছবিখানা শেয়ার করে নিয়েছেন শ্রাবন্তী। অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সহকর্মী আর অনুরাগীরা। এদিকে শনিবারই মুক্তি পেয়েছে ‘ভয় পেও না’ সিনেমার ট্রেলার। এই ছবি দিয়েই প্রথমবার জুটিতে আসছেন অভিনেত্রী শ্রাবন্তী এবং ওম সাহানি। ২৭ মে বক্স অফিসে মুক্তি পাবে এই হরর-থ্রিলার। পরিচালনার দায়িত্বে রয়েছেন অয়ন দে।