গাজীপুরের শ্রীপুরে একটি কাভার্ড ভ্যান চাপায় চার বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে শ্রীপুরের বেপারী বাড়ি বকুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মুহাম্মদ শ্রীপুরের সাহারা গার্মেন্টসে কর্মরত নিরাপত্তা প্রহরী ফজলুল হক চুন্নু মিয়ার ছেলে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গোসিংগা থেকে ছেড়ে আসা শাহ সিমেন্টের একটি কাভার্ডভ্যান শুক্রবার সকাল ১১টার দিকে শ্রীপুরের বেপারী বাড়ি বকুলতলা এলাকায় পৌঁছে শিশু মোহাম্মদকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। স্থানীয় জনতা ধাওয়া করে হেলপারসহ কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং কাভার্ডভ্যানটি মাওনা হাইওয়ে থানায় নিয়ে যায়।
–ইউএনবি
আরও পড়ুন
অক্টোবরে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট শুরু: শেখ বশিরউদ্দীন
ন্যায্য অধিকার দাবীতে বাঘাবাড়ি মিল্কভিটা সমবায় সমিতির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
পাইকগাছার ৪০ টি প্রাতিষ্ঠানিক পুকুর জলাশয়ে মাছের পোনা অবমুক্ত