January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 3rd, 2023, 3:51 pm

শ্রীবরদীতে ফসলের সাথে এ কেমন শত্রুতা!

জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):

শেরপুরের শ্রীবরদীতে ফসলের সাথে এ কেমন শত্রুতা! জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চলতি আমন ধানের ক্ষেতের রোপনকৃত ধানের চারা উঠানোর অভিযোগ উঠেছে। উপজেলার কুরুয়া ভাটিপাড়া এলাকায় গত সোমবার এ ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী কৃষক আবুল কাশেমের স্ত্রী মোছাঃ রুবিয়া বেগম বাদী হয়ে মঙ্গলবার বিকালে একই গ্রামের মৃত সাইদুজ্জমানের ছেলে মো. জাহাঙ্গীর আলম সহ ২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

মোছাঃ রুবিয়া বেগম বলেন, আমার দলিলকৃত জমি জাহাঙ্গীর আলম সহ তার লোকজন জোর করে দখল করতে চাই। এ জমি নিয়ে জাহাঙ্গীর আলম নিজেই কোর্টে ১৪৪ ধারায় মামলা করেছে আবার নিজেই লোকজন নিয়ে আমাদের ধানের চারা উঠাইয়া ফেলিয়াছে।

কৃষক মোঃ আবুল কাশেম বলেন, এ জমি আমাদের দলিলের সম্পত্তি এবং দীর্ঘ দিন যাবত চাষাবাদ করে আসছি। সোমবার জাহাঙ্গীর আলমসহ তার লোকজন এসে আমার রোপনকৃত ধানের চারা তুলে নষ্ট করে। আমি এর বিচার চাই।

অভিযুক্ত মো. জাহাঙ্গীর আলম বলেন, এ জমি ২২ বছর যাবত আমাদের দখলে ছিল, তারা কিছু দিন আগে দখল করেছে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছবিঃ গত মঙ্গলবার বিকালে তোলা। ছবিতে কৃষক আবুল কাশেম তার নস্ট ধানের চারা দেখাচ্ছেন।