জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):
শেরপুরের শ্রীবরদীতে বক্স কালভার্ট ধসে যাওয়ায় যোগযোগ ব্যহত হচ্ছে। শ্রীবরদী-জালকাটা-গিলাগাছা হয়ে পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলায় যাওয়ার সড়কের উপর নির্মিত কালভার্টির ঢালাই ভেঙে গিয়েছে। এতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।
বুধবার (৩ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার জালকাটা গ্রামের রাজু ব্রিক্সস সংলগ্ন বক্স কালভার্টের ওপরের অংশ ভেঙে গেছে। এই সড়ক দিয়ে শ্রীবরদী থেকে জালকাটা, ষাইটকাকড়া, গড়গড়িয়া, গিলাগাছা ও ঝিনাইগাতী উপজেলার কুচিনীপাড়া সহ বিভিন্ন গ্রামের হাজার হাজার লোকজন প্রতিদিন যাতায়াত করে।
গুরুত্বপূর্ণ সড়কটির এ বক্স কালভার্ট দীর্ঘদিন থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা সত্ত্বে মেরামতের কোন ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই বিকল্প রাস্তা না থাকায় ঝুঁকি নিয়ে ভাঙা অংশের পাশ দিয়ে সিএনজি, অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান সহ বিভিন্ন ছোট যানবাহন চলাচল করলেও বড় যানবাহন যেতে পারছে না। এতে করে কৃষকরা উৎপাদিত ধান বাজারে আনতে গিয়ে বিপাকে পড়েছে। পথচারী মো. জাহাঙ্গীর আলম (৩২), কৃষক মো. হুরমুজ আলী (৬০) বলেন, র্দীর্ঘদিন থেকে বক্সকালভার্টির এ অবস্থা। কিন্তু কেউ ঠিক করার উদ্যোগ নেয়নি। তাই ঝঁকি নিয়ে আমাদের প্রতিদিনই চলাচল করতে হচ্ছে।
উপজেলা প্রকৌশলী মশিউর রহমান বলেন, বিষয়টি অবগত হয়েছি। দ্রুত মেরামতের জন্য প্রাক্কলন তৈরি করে সংশ্লিষ্ট দফতরে পাঠিয়েছি। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।
আরও পড়ুন
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের ঝুলন্ত লাশ