January 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 29th, 2023, 3:59 pm

শ্রীবরদীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী) :

মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ, পানিতে ডুবে ও বিদ্যুৎস্পষ্ট হয়ে অপমৃত্যু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে শেরপুরের শ্রীবরদীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রীবরদী থানা পুলিশের আয়োজনে বুধবার (২৯ মার্চ) বিকালে গড়জরিপা ইউনিয়নের চাউলিয়ায় এ বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস। ওসি (তদন্ত) নাঈম মোহাম্মদ নাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আবু বকর সিদ্দিক, সহকারী পুলিশ সুপার নালিবাড়ী সার্কেল রায়হানা ইয়াসমিন, গড়জরিপা ইউপি চেয়ারম্যান এম এ জলিল, জেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক প্রমুখ।