জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):
“বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালে শ্রীবরদী থানার আয়োজনে কুরুয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম বিপিএম।
মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ, পানিতে ডুবে এবং বিদ্যুৎস্পৃস্ট হয়ে অপমৃত্যু প্রতিরোধে সচেতনতামুলক ও আইন শৃঙ্খলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ওসি তদন্ত নাঈম মোহাম্মদ নাহিদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) খুরশিদ আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, গোশাইপুর ইউপি চেয়ারম্যান শাহাজাদা ইসলাম আশিক, গড়জরিপা ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন, কুড়িকাহনিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি মনিরুজ্জামান, জেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদের, কুড়িকাহনিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক। এসময় কুড়িকাহনিয়া, গোশাইপুর ও গড়জরিপা ইউনিয়নের কয়েক শতাধিক লোক উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল কারাগারে
শেখ হাসিনা-জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন
স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা