January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 6th, 2023, 10:16 am

শ্রীবরদীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী) :

“সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে একটি র‍্যালি বের হয়। পরে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকিউল বারী, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, সবুজ আন্দোলনের শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সবুজ আন্দোলনের নেতৃবৃন্দ, গণমাধমকর্মী সহ বিভিন্ন শেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। সভা শেষে সবজু আন্দোলন শ্রীবরদী শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর সহ বিভিন্ন জায়গায় ফলজ, বনজ এবং ঔষুধি গাছে চারা রোপণ করা হয়।