জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):
শেরপুরের শ্রীবরদীতে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ মাঠে ঐ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ফৌজিয়া নাজনীন। খেলায় উপজেলা শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম, আয়শা আইন উদ্দিন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভীন আজাদী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী ও তাঁদের সন্তানের উপস্থিত ছিলেন। এসময় দৌড়, গণিত, বালিশ খেলা সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আরও পড়ুন
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের ঝুলন্ত লাশ