জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):
শ্রীবরদীর সীমান্ত থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৬৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে শ্রীবরদী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্ততে থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী’র নেতৃত্বে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে সীমান্তবর্তী খাড়ামোড়া এলাকা থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের হুইস্কি ২৭ বোতল, ম্যাজিক মোমেন্টস গ্রেইন ভোতকা ১৭ বোতল, স্টারলিঙ্ক রিসিভ বি-৭ ২০ বোতলসহ মোট ৬৪ বোতল।
শ্রীবরদী থানা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মঙ্গলবার গভীর রাতে রাণীশিমুল ইউনিয়ের খাড়ামোড়া ইউনিয়নের মজিবরের বাড়ির রাস্তার পাশে ও সোমেশ্বরী নদীর পাড়ে বালির উপরে বস্তাভর্তী মদ উদ্ধার করে। অভিযানে অংশ গ্রহন করে এস আই রাসেদ, এ এস আই বিপুল রহমান, এ এস আই যোবায়েল খান ও পুলিশ কনস্টেবল মোশারফ হোসেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০/১২ জনের সংঘবদ্ধ মাদককারবারি দল পালিয়ে যায়।
শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত বলেন গোপন সংবাদের ভিত্তিতে অফিযান পরিচালনা বস্তাভর্তী মদ উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের মাদককারীর দল পালিয়ে যায়। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল কারাগারে
শেখ হাসিনা-জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন
স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা