জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):
“ক্যাডার বৈষম্য নিরসন চাই” এ স্লোগানকে সামনে রেখে সারা দেশের কর্মসুচির অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজে সর্বাত্মক কর্মবিরতি পালণ করা হয়েছে। সোমবার (০২ অক্টোবর) শ্রীবরদী সরকারি কলেজ ইউনিটের আয়োজনে এ কর্মবিরতি পালণ করা হয়। ক্যাডার বৈষম্য নিরসন, ক্যাডার কম্পোজিশন রুলস সুরক্ষা, মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী সুপার নিউমারারি পদোন্নতিসহ শিক্ষা ক্যাডারের সকল যৌক্তিক দাবী আদায়ের লক্ষ্যে দেশের সকল শিক্ষা অধিদপ্তর ও সরকারি কলেজগুলোর মতো শ্রীবরদী সরকারি কলেজও পূর্নদিবস সর্বাত্মক কর্মবিরতি পালণ করে।
এ কারণে একাদশ শ্রেণিতে ভর্তি, বার্ষিক পরীক্ষা, ডিগ্রি ৩য় বর্ষ চূড়ান্ত পরীক্ষাসহ সকল কর্মকান্ড স্থগিত করা হয়েছে। এসময় বক্তব্য রাখেন প্রফেসর এ.কে.এম.আলিফ উল্লাহ আহসান, অধ্যক্ষ, শ্রীবরদী সরকারি কলেজ ও সভাপতি বিসিএস (সা শি) সমিতি, শেরপুর জেলা কমিটি, প্রফেসর মো. আক্রাম হোসাইন, উপাধ্যক্ষ, সভাপতি শ্রীবরদী সরকারী কলেজ ইউনিট, কাজী হাসানুজ্জামান, সহকারী অধ্যাপক (প্রাণিবিজ্ঞান) ও কেন্দ্রীয় প্রকাশনা সচিব, বিসিএস (সা শি) সমিতি, মীর মো. আতিকুজ্জামান, প্রভাষক (আরবি ও ইসলামী শিক্ষা) সম্পাদক, শ্রীবরদী সরকারি কলেজ ইউনিট, মো. ফরহাদ আলী, সহযোগী অধ্যাপক (দর্শণ) সহ কলেজের সকল শিক্ষা ক্যাডার কর্মকর্তাবৃন্দ।
আরও পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরছে ভর্তি পরীক্ষা, বদলে যাচ্ছে পদ্ধতিও
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবেদন ১ জানুয়ারি, পরীক্ষা ফেব্রুয়ারিতে
সহ-সমন্বয়ক খালেদ হাসান নিখোঁজ