January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 17th, 2023, 3:45 pm

শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ, ভারত মৈত্রী সাংস্কৃতিক উৎসব

জেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়ে গেলো দুই বাংলার শিল্পীদের অংশগ্রহনে বাংলাদেশ—ভারত মৈত্রী সাংস্কৃতিক উৎসব।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শ্রীমঙ্গল মহসীন অডিটরিয়ামে শত প্রদীপ প্রজ্জ্বল করে এই মৈত্রী উৎসবের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়।
মৈত্রী উৎসবের আহবায়ক সাংবাদিক বিকুল চক্রবতীর্র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক প্রভাশু সোমমহান, শ্রীমঙ্গল উপজেলা নিবার্হী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার সুর্দশন রায়, বিএমএ শ্রীমঙ্গল এর সভাপতি ডা: হরিপদ রায়, বিশিষ্ট চিকিৎসক ডা: সত্যকাম চক্রবতীর্, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান, ওয়াটার লিলি রিসোর্টের সত্যাধিকারী আজিজুর রহমান চৌধুরী, সংগীত শিল্পী আরমান খান, কলকাতার শিল্পী জোৎসনা মন্ডল, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, অধ্যাপক অবিনাশ আচার্য্য, শিক্ষক জহর তরফদার, মৌলভীবাজার পল্লিবিদ্যুৎ সমিতির সভাপতি আব্দুর রহিম, লালতীর সীড এর বিভাগীয় ব্যবস্থাপক তাপস চক্রবতীর্, জাসদ শ্রীমঙ্গল এর সভাপতি হাজী এলেমান কবির, সংস্কৃতিজন দেবাশীষ চৌধুরী রাজা, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত শুভ্র চক্রবতীর্ ও সাধারণ সম্পাদক কামরুল হাসান দুলন, এনটিভি মৌলভীবাজার জেলা প্রতিনিধি এস এম উমেদ আলী, এটিএনবাংলার মৌলভীবাজার প্রতিনিধি মহনীন পাভেজ, সাংবাদিক শামীম আক্তার হোসেন আরটিভির এর মৌলভীবাজার প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোম, বৈশাখী টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ইমন দেব চৌধুরী, মাইটিভির মৌলভীবাজার প্রতিনিধি সঞ্জয় কুমার দে ও এখন টিভির মৌলভীবাজার প্রতিনিধি এম এ হামিদ, এশিয়ান টেলিভিশনের এস কে দাশ সুমন ও নিউ নেশনের শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি আল ইব্রাহিম ।
উদ্বোধনের পর পরই রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত দুই বাংলার প্রখ্যাত সংগীত শিল্পীদের পরিবেশনায় একের পর এক মনোমুগ্ধকর সংগীত উপভোগ করেন দর্শকরা।
মৈত্রী উৎসবে সংগীত পরিবেশন করেন আরমান খান, লাভলী সিনহা, সান্তনা ভট্টাচার্য্য, তারেক ইকবার চৌধুরী, ইমন দেব চৌধুরী, ভারতের শিল্পী জোৎসনা মন্ডল, অর্পিতা ঘোষ, দীপক মাইতি, সোমদত্তা মন্ডল ও রীতা বনিককে সম্মাননা দেয়া হয়।
এ ছাড়াও আরো উপস্থিত আব্দুল জলিল, সাংবাদিক হুমায়ুন কবির, নাট্যকমীর্ চৈতালী চক্রবতীর্, ঝুমন মিয়া, সুকান্ত চক্রবতীর্, আদিল বক্স, দেব দুলাল চক্রবতীর্, মো: হুমায়ূন কবির, বর্ণ চক্রবতীর্, নাঈম আহমেদ, তপন তরপদার, গোপাল চন্দ্র রায়, সাংস্কৃতিক কমীর্ শ্যামল আচায্যর্ ও সুমন বৈদ্য প্রমূখ।
এ সময় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের পক্ষথেকে মৈত্রী উৎসবে অংশগ্রহন করা শিল্পীদের সম্মাননা প্রদান করা হয়।