December 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 2nd, 2025, 7:18 pm

শ্রীমঙ্গলে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, আটক-১

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

শ্রীমঙ্গলে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।

শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, ১২ অক্টোবর বিকেলে উপজেলার খেজুরিছড়া র‌্যানার উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেনীর ছাত্রী পুরুষতম তাঁতীর মেয়ে ভিকটিম সোনালী তাঁতী তার শিক্ষা প্রতিষ্টানথে বাড়ি ফেরার পথে শ্রীমঙ্গল ৭নং রাজঘাট ইউপির অন্তর্গত ফুসকুড়ি চা বাগানস্থ ফুসকুড়ি বিমান ঘাটির সামনে পৌছিলে আটককৃত আসামি উপজেলার আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনা গ্রামের সামছু মিয়ার ছেলে শাকির মিয়া প্রলোভন দেখিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ ঘটনায় উক্ত ঘটনার পর মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় ভিকটিম সোনালী তাঁতীকে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার এবং ঘটনায় জড়িতদের আটক করতে মাঠে নামে শ্রীমঙ্গল থানা পুলিশ। পরে শনিবার রাতে শ্রীমঙ্গল থানার এসআই শ্যামল কুমার নন্দীর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কমলগঞ্জ কমলগঞ্জ উপজেলার বনগাঁও গ্রাম থেকে শাকির মিয়াকে আটক করে পুলিশ। এ ব্যাপারে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতনের একটি মামলা দায়ের করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।