January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 17th, 2023, 3:29 pm

শ্রীমঙ্গলে ইনার ক্লাবের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ বিতরণ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার (শ্রীমঙ্গল):

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহান বিজয় দিবস উপলক্ষে ইনার হুইল ক্লাব শ্রীমঙ্গল এর আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ডিসেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত শ্রীমঙ্গল কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শতাধিক সুবিধা বঞ্চিত নারী জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ বিতরণ করা হয়।

ইনার হুইল ক্লাবের সভাপতি ডা. পুষ্পিতা খাস্তগীর এর সভাপতিত্বে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ফ্রি ঔষধ বিতরণ অনুষ্ঠান উদ্ধোধন করেন, ৮নং কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা।

এর আগেও সংগঠনটি বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করলে সুবিধা বঞ্চিত সাধারণ জনগণের ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ করা গেছে। উক্ত ফ্রি চিকিৎসা ক্যাম্পটি স্বতঃস্ফূর্তভাবে সাড়া পাওয়ায় সংগঠনটি পুনরায় এ ফ্রি চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক ইন্দিরা আচার্য, রীতা দত্ত, দিল আফরোজ রুহেন, আরতী বালন পাল, রুবানা আহমেদ, সানজিদা আক্তার প্রমুখ।

এতে ফ্রি চিকিৎসা প্রদান করেন, হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের প্রভাষক ডা. রোকসানা ওয়াহিদ রাহী, ডা. অজন্তা দেবী অর্না।