জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
শ্রীমঙ্গলে আবারও ট্রেন দুর্ঘটনায় এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৭ অক্টোবর শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সাতগাঁও বাজার এলাকায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই নারী। নিহতের নাম রোকেয়া বেগম (৬৫)। তিনি শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাধব পাশা গ্রামের বাসিন্দা।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম তালুকদার জানান, ‘‘খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, ‘‘গত এক সপ্তাহে শ্রীমঙ্গলে রেললাইনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।’’ এর মধ্যে ১৩ অক্টোবর সোমবার লছনা এলাকায় এক অজ্ঞাত পুরুষ, ১৫ অক্টোবর বুধবার মহিষমারা ব্রিজ ও নোয়াবাড়ি তিতপুর এলাকার মাঝামাঝি স্থানে মাধবপুর উপজেলার এক নারী, এবং শুক্রবার সাতগাঁও বাজারে রোকেয়া বেগমের মৃত্যু ঘটে। স্থানীয়রা জানান, সাতগাঁও এলাকায় রেললাইন সংলগ্ন এলাকায় বেড়া বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। তারা দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আরও পড়ুন
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ, বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক
নারায়ণগঞ্জে ফেরি থেকে নদীতে পড়ে গেল ট্রাকসহ ৫ যান, নিহত ৩
প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা অগ্নি সংযোগের প্রতিবাদে নাটোরে সাংবাদিকদের মানববন্ধন