November 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 22nd, 2025, 7:41 pm

শ্রীমঙ্গলে পর্যটন সাংবাদিকতার ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

চায়ের রাজধানী ও দেশের অন্যতম পর্যটন শহর শ্রীমঙ্গলে ‘পর্যটন শিল্পের উৎকর্ষ সাধনে পর্যটন সাংবাদিকতার ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত এ কর্মশালাটি অনুষ্ঠিত হয় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্ম সচিব) সালেহা বিনতে সিরাজ।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন এর

সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মহিবুল ইসলাম, শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন প্রমুখ। অতিথিরা বলেন, সঠিক তথ্যভিত্তিক প্রতিবেদন, মানসম্মত ফিচার এবং ইতিবাচক গল্প উপস্থাপনের মাধ্যমে পর্যটন সাংবাদিকরা দেশের পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিতে পারেন। কর্মশালায় স্থানীয় সাংবাদিক, পর্যটন উদ্যোক্তা ও সংশ্লিষ্ট শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।