আল ইব্রাহিম, শ্রীমঙ্গল,প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রূপসপুর এলাকায় এক বাসায় চুরির ঘটনায় রুপসপুর এলাকার মৃত ফজল মিয়া ছেলে রাসেল আহম্মদ মোস্তফা (৩৭) নামে এক ব্যক্তিকে চোরাইকৃত মালামালসহ গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট অনুমানীক সন্ধ্যা ০৭.২০ ঘটিকা হইতে রাত ০৮.৫০ যেকোনো সময়ে আউট সিগন্যাল এলাকার মৃত ফজল মিয়া ছেলে আসামী রাসেল আহম্মদ মোস্তফা রুপসপুর আবদুর রব মোল্লা ছেলে মোঃ জসিম মোল্লা বাসায় প্রবেশ করে নগদ টাকা, ০৩টি মোবাইল ফোন সেট, একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি, ০২টি স্বর্ণের নাকফুল, স্বর্ণালংকারের, ০২টি রূপার চেইন চুরি করে পালিয়ে যায়।
পরে অভিযোগের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ মহিবুর রহমান নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে রুপসপুর খালেক হাজারির ভাড়াটিয়াবাসা থেকে আসামীকে আটক করে।
এসময় তার কাছ থেকে চুরি হওয়া নগদ ১,১৩,০০০/- টাকা, ০৩টি মোবাইল ফোন সেট, একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি, ০২টি স্বর্ণের নাকফুল, স্বর্ণালংকারের সর্বমোট মূল্য ১,৩৬,৮৪০/-টাকা, ০২টি রূপার মূল্য ২,৬২৫/- টাকা উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আল ইব্রাহিম
শ্রীমঙ্গল,মৌলভীবাজার
আরও পড়ুন
বিকেএসপি’তে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন
অসহায় তিন নারীর মুখে ফুটল আশার হাসি — প্রতিশ্রুতি রাখলেন কায়কোবাদ
টাঙ্গাইলে ব্যাটারি রিকশার দাপট: বাড়ছে দুর্ঘটনা ও যানজট