জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মেকানীছড়া চা বাগানে দেশের অন্যতম প্রবীণ নাগরিক রাম সিং গড়ের জন্মদিন উদযাপন করেছে উপজেলা প্রশাসন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ৬ আগস্ট বুধবার তিনি ১২০ বছরে পা রেখেছে।
ঐ দিন বিকেলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইসলাম উদ্দিন তার বাড়িতে উপস্থিত হয়ে কেক কেটে জন্মদিনটি উদযাপন করেন। এ সময় রাম সিং গড়ের হাতে উপহার সামগ্রীও তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মিনান কান্তি দাস, প্রকল্প কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও স্থানীয় চা শ্রমিকরা।
রাম সিং গড় পেশাগত জীবনে মেকানীছড়া চা বাগানের একজন চা শ্রমিক ছিলেন। বর্তমানে অবসর জীবনে তিনি সুস্থ ও সবল আছেন। ইউএনও মোহাম্মদ ইসলাম উদ্দিন জানান, “এই বয়েসেও তার চোখে তেমন দুর্বলতা নেই, চশমা ছাড়া পড়তেও পারেন, লিখতেও পারেন। শরীরে কোনো রোগবালাইও নেই।”
রাম সিং গড় নিজে দাবি করেন, জাতীয় পরিচয়পত্রে তার বয়স কম লেখা হয়েছে। প্রকৃতপক্ষে তার বয়স ১৩৬ বছর। এলাকাবাসীর মতে, তিনি বাংলাদেশের সবচেয়ে প্রবীণ ব্যক্তি।
রাম সিংয়ের বাড়িটি ভারত সীমান্তবর্তী নোম্যান্স ল্যান্ড এলাকায় অবস্থিত। এলাকাটি দুর্গম হওয়া সত্ত্বেও প্রশাসনের নজর রয়েছে সেখানে। ইউএনও মো: ইসলাম উদ্দিন জানান, “সেই এলাকায় বসবাসকারী ২৮টি পরিবারের জন্য সোলার বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি সরকার ইউনিয়ন পর্যায়ের সকল সুযোগ-সুবিধা ওই এলাকায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে।”
আরও পড়ুন
মৌলভীবাজারের ব্যবসায়ী রুবেল হত্যার প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন
মৌলভীবাজার প্রেসক্লাবে ভুক্তভোগি দুই নারীর সংবাদ সম্মেলন
উৎস কর ও হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারের দাবিতে রংপুর চেম্বারের বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান