December 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 4th, 2025, 7:59 pm

শ্রীমঙ্গলে ফর্কলিফটের চাকায় পিষ্ট হয়ে নারী শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

শ্রীমঙ্গলে রশ্নি পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ কোম্পানির ভিতরে ফর্কলিফটের চাকায় পিষ্ট হয়ে মারজিয়া খাতুন (৩২) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টায় উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাড়ায় রশ্মি পলি ফাইবার ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মস্থলে কাজের সময় হঠাৎ একটি চলন্ত ফর্কলিফটের নিচে পিষ্ট হয়ে ওই নারী ঘটনাস্থলেই মারা যায়। এসময় আরেক নারী শ্রমিক ও চালক আহত হলে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। দুর্ঘটনার পরপরই প্রতিষ্ঠানের ভিতর ও আশপাশ এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় এবং ভাংচুরের ঘটনা ঘটে। সহকর্মী শ্রমিকরা দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে স্থানীয় পুলিশ মোতায়েন করা হয়। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল সার্কেল অফিসার ওয়াহিদুজ্জামান রাজু, থানা অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে কারখানার শ্রমিকদের শান্তনা দেন।

নিহতের স্বামী আকরাম আলী বলেন, আমি আমার স্ত্রী হত্যার বিচার চাই। আমার ছেলে-মেয়ে এতিম হয়ে গেছে। তাদের ভবিষ্যতের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ চাই। রশ্মি পলি ফাইবার ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের এজিএম শাকিল বলেন, আজকে সকালে দুর্ঘটনায় শ্রমিকের মৃতুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ক্ষতিপূরণের বিষয়ে তিনি বলেন, ক্ষতিপূরণের বিষয়টি অবশ্যই সবার আগে আসবে। আমরা নিহতের পরিবারকে বলেছি কোনো চিন্তা না করতে তাদেরকে সর্বাত্মক ক্ষতিপূরণ দেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে কোম্পানির ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি। তারা প্রকাশ্যে সবাইকে আশ্বস্ত করেছেন যে কর্মী তাদের নিহত হয়েছেন। তাদের পলেসি অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপুরনের ব্যবস্থা করবেন। ঘটনার পারিপার্শ্বিক যে অবস্থা ঘটেছে এ ব্যাপারে উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা তাদের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন।