April 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 7th, 2024, 5:55 pm

শ্রীমঙ্গলে বিক্ষোভ সমাবেশ 

আল ইব্রাহিম, শ্রীমঙ্গল,মৌলভীবাজার, প্রতিনিধি:
আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলা ও  বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র এবং সুনামগঞ্জে হিন্দুদের উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের চৌমুহনা চত্বরে জুলাই হিন্দু আল্যায়েন্স এর আয়োজনে এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন লেখক ও সাংস্কৃতিক কর্মী বিকাশ দাস বাপন, সাংস্কৃতিক কর্মী নীতেশ সুত্রধর, সঞ্জয় রায় রাজু, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সদস্য (মেম্বার) পিয়াস দাশ প্রমুখ। পরে একটি মৌন মিছিল করে তারা।
বিক্ষোভ সমাবেশে বক্তরা  বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ভাংচুর ও পতাকায় আগুন ধরানোর মতো কাজ এর আমরা তীব্র নিন্দা জানাই। এই ধরনের ঘটনা কোন ভাবেই কাম্য নয়। পাশাপাশি গত মঙ্গলবার সুনামগঞ্জের দোয়ারাবাজারে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলারও আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।