জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আটক হয়েছে দন্ডপ্রাপ্ত এক আসামি। ২৩ সেপ্টেম্বর সোমবার শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় এসআই সুজন কান্তি পাল এর নেতৃত্বে পুলিশের একটি টিম াভিযান চালিয়ে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে রাজেশ রাজগড়কে গ্রেপ্তার করে পুলিশ। এসময় রাজেশ রাজগড়ের হেফাজত থেকে ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেন পুলিশ সদস্যরা। গ্রেপ্তারকৃত রাজজেশ উপজেলার জেরিন চা বাগানের ডলুবাড়ীর মুকুল রাজগড়ের ছেলে। এছাড়াও ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০,০০০/-টাকা অর্থদন্ড আনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত আসামি মো: নজরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ নজরুল উপজেলার মহাজিরাবাদ গ্রামের গোফরান মিয়ার ছেলে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত