October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 6th, 2025, 6:29 pm

শ্রীমঙ্গলে বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

শ্রীমঙ্গলের খাইছড়া চা-বাগানের লেক এলাকা থেকে বিশালাকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। ৫ অক্টোবর রোববার দুপুরে সাপটি উদ্ধার করা হয়। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, রবিবার  দুপুরে খাইছড়া চা-বাগানের শ্রমিকরা চা-পাতা উত্তোলনের সময় লেকের পাড়ে একটি বিশালাকৃতির অজগর সাপ দেখতে পান। সাপটি দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে শ্রমিকরা বিষয়টি বাগানের সহকারী ব্যবস্থাপক সাদিকুর রহমান ও আবু নাসির মো. জামান নাহিদকে জানালে তারা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে সাপটিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত অজগর সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন ২১ কেজি বলে জানা যায়।

এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান বলেন, ‘বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন একটি বিশাল আকৃতির অজগর সাপ আমাদের কাছে হস্তান্তর করেছে। এটি সম্পূর্ণ সুস্থ আছে। এটিকে লাইয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।’