জেলা প্রতিনিধি, মৌলভীবাজার (শ্রীমঙ্গল):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রোটারি ক্লাবের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ ও ফলদ বৃক্ষ রোপন করা হয়েছে।
রবিবার(৩আগষ্ট) সকালে শ্রীমঙ্গল পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয় মাঠে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তা হস্তান্তর করেন ক্লাবের সদস্যরা।
এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোটারী ক্লাব অব সিলেট অঞ্চলের ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান এমপিএইচএফ এ বিতরণ কার্যের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাস্ট প্রেসিডেন্ট ও রোটারিয়ান সামিনা ইসলাম, শ্রীমঙ্গল রোটারি ক্লাবের প্রেসিডেন্ট সুব্রত দাশ পিএইচএফ , রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের জেনারেল সেক্রেটারি মশিউর রহমান রিপন এমপিএইচএফ, রোটারিয়ান সিরাজুল ইসলাম চৌধুরী, রোটারিয়ান হুমায়ুন কবির, রোটারিয়ান আতিকুল আম্বিয়া, রোটারিয়ান অবিনাশ আচার্য, রোটারিয়ান সাজ্জাদুর রহমান চৌধুরী, রোটারিয়ান শাহ আরিফ আলী নাসিম, রোটারিয়ান শামসুল হক দীপু, রোটারিয়ান নাঈম সরফরাজ, রোটারিয়ান ফেরদৌস আলম, রোটারিয়ান রানা বণিক, রোটারিয়ান বিকুল চক্রবর্তী, রোটারিয়ান ইন্দিরা আচার্য, রোটারিয়ান সানজিদা আকতার, রোটারিয়ান ডালিয়া হক লাবনী ।
পরে শ্রীমঙ্গল রোটারি ক্লাব প্রাঙ্গনে অতিথিদের নিয়ে বৃক্ষ রোপন কমীর্সূচীর উদ্বোধন করে প্রধান অতিথি।
সংগঠনের জেনারেল সেক্রেটারি মশিউর রহমান রিপন এমপিএইচএফ জানান, আগামী এক সাপ্তাহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কার্যক্রম পরিচালনা করা হবে। যেখানে সম্পৃক্ত করা হবে শিশু কিশোর ও স্কুল কলেজের শিক্ষার্থীদের। একই সাথে পরিচ্ছন্ন কর্মসূচীর অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে আরো বেশ কিছু উন্নতমানের ডাস্টবিন বিতরণ করা হবে।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২