April 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 15th, 2024, 10:50 pm

শ্রীমঙ্গল অবৈধ সেগুন গাছ আটক করেছে বন বিভাগ

শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেট সদরদপ্তর  মৌলভীবাজার এর  আওতাধীন শ্রীমঙ্গল রেঞ্জ কর্তৃক বনজ সম্পদ পাচার রোধে এক  অভিযানে সেগুন গাছের ১২০ টুকরা গোল কাট   ৩৪টি বল্লী আটক করেছে বন বিভাগ ।
রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টায়  শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর চৌমুহনী  এলাকায়  আরফান মিয়ার মিল থেকে তল্লাশী করে ১২০ টুকরায় গোল কাট= ১৬৮.০৪ ঘনফুট ও ৩৪টি বল্লী= ১৬৪ রাংফুট  সেগুন গাছের গোল কাট  উদ্ধার করা হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক ও বিভাগীয় বন কর্মকর্তা ড. মোঃ জাহাঙ্গীর আলম এর নির্দেশনায়  রেঞ্জ কর্মকর্তা মো: আনিসুজ্জামান  এর নেতৃত্বে জুনিয়র ওয়ার্ল্ড লাইফ স্কাউট মো. তাজুল ইসলাম ও বন পহরি সুব্রত সরকার সঙ্গে নিয়ে এবং  থানা পুলিশের সহযোগীতায় এসব গাছ জব্দ করা হয়। এসময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে  দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে কাউকে না পেয়ে অবৈধ সেগুন গাছগুলোকে জব্দ করে নিয়ে আসা হয়।
শ্রীমঙ্গল উপজেলা রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার ভূনবীর চৌমুহনী আরফান মিয়ার পুরাতন রাইস মিল  বিপুল পরিমান অবৈধ সেগুন গাছ  রয়েছে।
সেই সুবাদে অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষাধিক টাকা মুল্যের কাট উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে কাট গুলো পার্শবর্তী বন থেকে কেটে নিয়ে আসা হয়েছে।