জেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল :
“ভোটার হবে নিয়ম মেনে,ভোট দিবো যোগ্যজনে” প্রতিপাদ্য নিয়ে শ্রীমঙ্গলে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে উপজেলা হল রুমে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন জ্যোতি অসীম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, প্রমুখ। এসময়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন জ্যোতি অসীম জানান, উপজেলায় মোট ভোটার ২ লাখ ৭৪ হাজার জন প্রায়। পুরুষ ভোটার ১ লাখ ৩৮ হাজার জন ও নারী ভোটার ১ লাখ ৩৬ হাজার জন প্রায়।
আরও পড়ুন
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শীতের রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন