November 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 31st, 2025, 6:28 pm

শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনে “পাঠক কর্নার” স্থাপন

(মৌলভীবাজার) প্রতিনিধি:

অপার সৌন্দর্যের রানী শ্রীমঙ্গল। প্রকৃতি বার বার

মানুষকে কাছে টানে। পাহাড়ি পথ আর ঘন সবুজ অরণ্যের অপরূপ সৌন্দর্য যে কাউকে আকৃষ্ট করে। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি চায়ের রাজ্য মৌলভীবাজারের শ্রীমঙ্গল। একবার আসলে মন চায় আবার আসতে। যেখানে সবুজ প্রকৃতি উজাড় ভাবে সৌন্দর্য বিলিয়ে দেয়। আর পর্যটকেরা হারিয়ে যান চিরসবুজের মাঝে। এবার পর্যটকের  সময়ের কথা চিন্তা করে  পর্যটন নগরী শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনে যাত্রীদের অপেক্ষামান সময় কাটানোর জন্য  “পাঠক কর্নার” নামে  একটি বুক স্টলের  উদ্বোধন করেছে  শ্রীমঙ্গল পৌরসভা ।

বৃহস্পতিবার( ৩০অক্টোবর) সকালে সাড়ে ১১ টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এর  শুভ উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও শ্রীমঙ্গল পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন।

এসময় অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন খাঁন, শ্রীমঙ্গল পৌরসভার প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল রেলওয়ে থানার খাইরুল ইসলাম তালুকদার প্রমুখ।

এসময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন বলেন, অপার সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গলে প্রতিদিন অনেক পর্যটক ঘুরতে আসেন। তারা অনেকই রেলপথ যাতায়াত করেন। তাদের এই অপেক্ষমান সময় কাটানোর জন্য আমাদের এই উদ্যোগ। আশা করছি এই বই পড়ে অনেকেরই ভালো লাগবে।