January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 13th, 2023, 7:52 pm

শ্রীলঙ্কাকে হারালো নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক :

ক্রাইস্টচার্চ টেস্টে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার দেওয়া ২৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ম্যাচের শেষ বলে ২ উইকেট হাতে রেখে জয় পায় কিউইরা। এই ম্যাচ হেরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে থেকে ছিটকে গেল লঙ্কানরা। শ্রীলঙ্কার দেওয়া ২৮৫ রানের ছুঁতে শেষ পাঁচ ওভারে ৩৭ রান প্রয়োজন ছিল কিউইদের। হাতে ছিলো পাঁচ উইকেট। সেখান থেকে ৩ উইকেট হারিয়ে ৩৭ তুলে নিয়ে দারুণ জয় পায় নিউজিল্যান্ড। ১২১ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে কেন উইলিয়ামসন। এছাড়াও ড্যারিল মিচেল ৮১ রানের অনবদ্য ইনিংস খেলেন। শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো ৩টি ও জয়সুরিয়া নেন ২টি উইকেট। এই ম্যাচে হারের ফলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা। আর তাই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গী হলো ভারত।