December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 14th, 2024, 7:05 pm

শ্রীলঙ্কাকে ৮ গোলে হারিয়ে বাংলাদেশ নবম

অনলাইন ডেস্ক:

ওমানের মাসকাট থেকে বাংলাদেশ পুরুষ হকি দল যুব বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। পুরুষ হকির পর মাসকাটে শুরু হয়েছে অনূর্ধ্ব-২১ জুনিয়র মহিলা এশিয়া কাপ। বাংলাদেশ নারী দলের হকি বিশ্বকাপ খেলার সুপ্ত বাসনা থাকলেও বাস্তবতার নিরিখে নবম হয়ে টুর্নামেন্ট শেষ করেছে।

গ্রুপ পর্বের চারটি ম্যাচই হেরেছে বাংলাদেশ নারী দল। চার ম্যাচে ৪০ গোল হজমের বিপরীতে বাংলাদেশ করেছিল মাত্র দুটি। চার ম্যাচই হারায় বাংলাদেশকে নবম-দশম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হয়। আজ (শনিবার) সকালে অনুষ্ঠিত সেই ম্যাচে বাংলাদেশ ৮-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়েছে।

May be an image of 13 people, people playing tennis and text

ম্যাচের প্রথম কোয়ার্টারে বাংলাদেশ মাত্র একটি গোল পায়। দ্বিতীয় কোয়ার্টারে আরও দুটি গোল করলে ৩-০ ব্যবধান নিয়ে মধ্যবিরতিতে ফেরে দু’দল। বিরতির পর তৃতীয় কোয়ার্টারে আরও ২ গোল করে বাংলাদেশ। শেষ কোয়ার্টারে সবচেয়ে বেশি সংখ্যক তিন গোল করায় বাংলাদেশ ৮-০ গোলের জয় নিয়ে টার্ফ ছাড়ে। একাধিক গোলের পাশাশি সতীর্থদের গোলে সহায়তা করায় আইরিন রিয়া ম্যাচসেরা হয়েছেন।

বাংলাদেশ নারী হকি দল প্রথমবার মহিলা জুনিয়র এশিয়া কাপ খেলল এবার। জুন মাসে সিঙ্গাপুরে এএইচএফ কাপে রানার্সআপ হওয়ায় বাংলাদেশ জুনিয়র এশিয়া কাপ খেলার সুযোগ পায়। ওমানের জুনিয়র নারী এশিয়া কাপ থেকে চারটি দল জুনিয়র নারী বিশ্বকাপ খেলবে।