অনলাইন ডেস্ক :
এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় চলছে ভয়াবহ অর্থনৈতিক মন্দা। এর মাঝেই দেশটিতে তিন ফরম্যাটের সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। গলে যখন শেষ টেস্ট চলছিল, তখন প্রেসিডেন্টের প্রাসাদ দখল করে নেয় বিক্ষুব্ধ জনগন। ঘরে খাবার নেই, জ¦ালানি নেই, নিত্যপণ্যের দাম দশ-বিশ গুণ বেশি। শ্রীলঙ্কার এই কঠিনতম সময়ের চাক্ষুষ সাক্ষী অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স। সিরিজ শেষে তিনি লঙ্কান জনগনের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। গলে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৩৯ রানে হেরেছে অস্ট্রেলিয়া। মাঠে চলছিল খেলা, আর বাইরে জনতার বিক্ষোভ। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) প্রকাশিত এক ভিডিওতে কামিন্স বলেছেন, ‘গত সোমবার যে প্রতিবাদ হলো, সেটি এড়িয়ে যাওয়ার প্রশ্নই আসে না। দেশ থেকে আমাদের কাছে অনেক মেসেজ এসেছে। যেগুলোতে লেখা- “সবকিছু কেমন চলছে? আশা করি সবকিছু ঠিকঠাকই আছে”। তবে আমরা কোনো সমস্যাই অনুভব করিনি। ‘ এই পরিস্থিতিতে ক্রিকেট খেলার চেয়ে লঙ্কান জনগনের দুর্দশা স্পর্শ করেছে কামিন্সকে। তিনি বলেন, ‘হোটেলের কয়েকজন কর্মচারীর সঙ্গে কথা বলেছি। কয়েকজন ড্রাইভারের সঙ্গেও কথা হয়েছে। তারা কী কষ্টই না করছে! একদিন খেয়ে পরের দিন তারা আর খাচ্ছেন না; যাতে সন্তানদের খাওয়াতে পারেন। কী কষ্ট! মাঝে মাঝে মনে হয় কতটা সৌভাগ্যবান আমরা! বিশ্বজুড়ে ঘুরে বেড়াচ্ছি। শুধু এখানে এসে ক্রিকেট খেলাই নয়; খেলার কী প্রভাব পড়েছে সেটা তো বোঝাই যায়। ব্যাপারগুলো নিয়ে মাঝে মাঝে আমরা আলোচনাও করছি। ‘
আরও পড়ুন
ঝোড়ো ইনিংস খেলে কেন মাহমুদউল্লাহকে কৃতিত্ব দিলেন রিশাদ?
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম